**************************************
          সেদিন ফুল হাতে নিয়ে সেদিন মালা হাতে নিয়ে
          ফিরে গেল মেয়েগুলি নির্বাক সময়ের রূপ দেখে ।
          আইবুড়ো মেয়েগুলি এসেছিল হাতে হাত ধরে
                নেচে নেচে খুলে দিতে হৃদয়ের দ্বার ,
                দেখাতে চেয়েছিল যৌবনের শোভা
                     উচ্ছ্বসিত দেহের  বাহার ।
                 মনে তাদের ছিল না কোন ভয় ,
        হাতে হাত ধরে নেচে নেচে তুলে দিতে চেয়েছিল
             হৃদয়ের গভীরে ঢাকা মদের সঞ্চয় ।


        সেদিন কুঠার হাতে নিয়ে সেদিন আগুন হাতে নিয়ে
              ফিরিয়ে দিয়েছি তাদের করে অবহেলা ,
         নির্বাক সময়ের দেহে মিশে গেছে মেয়েগুলি
                  ফেলে দিয়ে সেই ফুলমালা ।
                  কখনো আসেনি তারা আর ,
     জেনে গেছে আমার হাতে আছে আগুন আর শানিত কুঠার ।


           এখন  ফুল হাতে নিয়ে এখন মালা হাতে নিয়ে  
                        তাদের ডাকি বার বার ,
            সেদিনের রূপ নিয়ে কেউই আসে না তারা আর  ;
         আজ শুধু নির্বাক সময়ের মৌনী মহিমা হৃদয়ে আমার ।
    কেউই বলেনি আর ,' এসো কবি ,হাতে হাত ধরে আজো নাচি,
              আমরা রয়েছি তো নির্বাক সময়ের বুকে শুয়ে
                    তোমার হৃদয়ের খুব কাছাকাছি ।'


*************************************