**************************************
                  গ্রামের মুখ  অন্তরে উদ্ভাসিত হলে
               কেঁদে ওঠে সেদিনের ফেলে আসা দিন ,
            পৃথিবীর কতো নারী সেখানের পুকুরের জলে
           দুটি স্তন ঢেকে রেখে সাবধানে করিয়াছে  স্নান ;
       মনে হয় এখনো ঘাসের বুকে খেলা করে সেইসব নারী
           লেগে আছে তাহাদের জলে ভেজা শাড়ী আর ঘ্রাণ ।
                 কতদিন ঘুমিয়েছে ধানের সম্ভার নিয়ে
                    রূপসী অঘ্রাণ পাড়াগাঁর বুকে ,
          ভাদু টুসু গানে মেয়েগুলি  নিজেদের মেলে ধরেছিল  
                  হৃদয়ের দ্বার খুলে আমার সম্মুখে ।


         গ্রামের মুখ উদ্ভাসিত হলে জেগে ওঠে আমার শৈশব
            এখনো রয়েছে সে মাঠে বাটে কাঁঠাল ছায়ায় ,
              আজো যেন হাঁসগুলি পুকুরের জল থেকে
                উঠে আসে সেইখানে ঊষর ডাঙ্গায় ।
         ছোটমাছ ধরিয়াছি জলে ভিজে খালে বিলে কত
            সেদিন স্বর্গীয় সুখ স্তব্ধ ছিল হৃদয়ে সতত ।
             চোখের সামনে ভেসে ওঠে নগেন কাকা
          মাঠ থেকে ফিরছে লাঙ্গল কাঁধে দুপুর বেলায় ,
             আজো সেই চেনা ভিখারিনী ভিক্ষা করে
           বিকেল বেলায় ক্লান্ত দেহে মেঠো পথে যায় ।


              গ্রামের মুখ উদ্ভাসিত হলে স্পষ্ট দেখি
              মা আমার উনুনের আঁচে পিঠে গড়ে,
             দারিদ্র্য দুঃখের মাঝে মায়ের মুখের হাসি
                   বড় বেশি আজো মনে পড়ে ।
          জীবনের গোধূলি-বেলায় কেন এত মনে পড়ে
       গ্রামের   মাঠের ধান ফুল ফল পাখি  ঘাস বন উপবন ?
            বুঝেছি আমি ,সেখানে ঘুমিয়ে আছে মা আমার
               সুরভি আমার , কল্লোলিত আমার যৌবন ।


**************************************