*************************************
     আমার বুকের মাঝে বিদেশিনী রেখেছিল শ্বেত বাহুখানি
                     কোন এক শীতের সন্ধ্যায় ,
                 বলেছিল প্রেম মরে না কখনো
               বেঁচে থাকে কালের গর্ভে চিরকাল ।
           সেই রাতে বিদেশিনীর শ্বেত কপোল তবু
           অজানা বিচ্ছেদের ভয়ে হয়েছিল লাল ।
        অজস্র  সাপের বিষে নীলাভ হয়েছে আজ মন
                   মনে হয় প্রেম গেছে মরে ,
                হাহাকার করে শুধু হৃদয় আমার
                 বার বার ব্যথাতুর হয় চরাচরে ।


       প্রেম থেকে যায় ,আমার কপোলে রেখে শ্বেত বাহুখানি
        কোন এক শীতের সন্ধ্যায় বলেছিল সেই বিদেশিনী  ,
           নীলিমায় মিশে যায় মানুষের বিষাক্ত নিঃশ্বাস
                প্রেম শুধু দিয়ে যায় বাঁচার আশ্বাস ।
               চিরকাল মানুষের মনে ভাস্বর থাকে
                   হয় না কখনো প্রেমের মরণ ,
           বেঁচে থেকে রোধ করে জীবনের রক্ত ক্ষরণ ।


          প্রেম যদি বেঁচে থাকে কেন তবে আমার মুখে
             ভাসেনি আর বিদেশিনীর চুলের বিনুনি ?
            ব্যথাতুর হৃদয়ে সান্ত্বনার ছোঁয়া দিতে
           কেন  রাখেনি কখনো তার  শ্বেত বাহুখানি ?


**************************************