( আমার মানস-প্রিয়া যে অনেক পুরুষকে দেহ দিয়ে ক্লান্ত ,
তার প্রতি )
*************************************
                    অভিসার শেষ হয়ে গেছে
                     মুছে গেছে সিঁথির সিঁদুর
              মনুষ্য নামক প্রাণী মুমূর্ষু ইন্দ্রিয়ের দ্বারে ,
                 কেবল ভোগের   লোভে ছুটে আসে
                   দেহের মাংস ভিক্ষা শুধু করে ।
                   মনে হয়  কামনার কশাঘাতে
                   সেইসব নরপশু হয়েছে বধির ,
                   ছুটে আসে সেই নেকড়ের দল
                ছিঁড়ে ফেলে নখাঘাতে  উলঙ্গ শরীর ।


           দেহের পশরা নিয়ে তুমি বসে আছো কতকাল
            তোমার অশ্রুর ভারে ক্লান্ত হয় কুমারীর স্তন
                     মরে যায় লোলুপ জিহ্বায় ,
                      মৃত্যুও কেঁদেছে লজ্জায় ।
                অনেক দিয়েছ তুমি শরীরের ঘ্রাণ
         আর নয়  , হিংস্র নেকড়ের দল ক্ষুধার্ত থাকুক
          তারা ফিরে যাক বিবেকের নির্জন বিবরে ,
                   তুমি এসো বসি অন্ধকারে ।


                      আমার মানস-প্রিয়া ,
          তুমি এসো ধীর পায়ে ; এই অন্ধকারে বসি
                বীরাঙ্গনার মতো হাতে ধরো অসি ।
              শেখাবো তোমাকে কিভাবে বাঁচতে হয় ,
                 তুমিও শিখে নেবে উলঙ্গ সাধনা
                   মানুষের অন্তর দেহ  দিয়ে নয় ,
                    ভালোবেসে  করতে হয় জয় ।


*************************************