****************************************
                 বাংলা ভাষা মনে হলে ভুলে যাই দুখ
                       আনন্দে নেচে ওঠে প্রাণ ,
              মনে পড়ে মায়ের মুখে ঘুমপাড়ানিয়া গান
              উঠোনে বসেছে কাক আর শালিকের ঝাঁক
                   মাঠে আজো ভরে আছে ধান ।
                      বাংলা ভাষা বড়ই মধুর ,
               এখনো শীতের রাতে অঘ্রাণের মাসে
                      নবান্নের গন্ধ ভেসে আসে
                    মনে হয় সুখ আর নয় বহুদূর ।


           বাংলা ভাষা মনে হলে  উঠোনে ঝরে চাঁদের আলোক ,
           স্পষ্ট দেখি মা আমার ভিজে এলো-চুলে পিঠে গড়ে
              উনুনের আঁচে ; ভুলে গেছে দারিদ্র্যের শোক ।
           বাংলা ভাষা মনে হলে  মায়ের ডাক কানে আসে ,
'               আয় খোকা পিঠে খাবি , পিঠে তোর প্রাণ '
        পিঠের মাঝেও পাই আমি  মা আর মাতৃভাষার সুঘ্রাণ ।


***************************************