**************************************
         তুমি কেন লজ্জা পেয়ে ঢাকতে চাও গর্ভের সন্তান ?
                কখনো লুকোতে তুমি পারবে না মাতা
       যুধিষ্ঠির দিয়েছিল অভিশাপ ,গর্ভের সন্তান জানায় সতত
                 দেহে মনে তাই আজো হয় প্রতিভাত ।
        মনে হয় সব নদী রেখে গেছে প্লাবনের চিহ্ন সেই দেহে
               কতকাল ধরে বয়ে গেছে দেহের উপরে
                   নীল শাড়ী ঢেকে স্ফীতোদরে ।
                  কেন তুমি  লজ্জা পাও মাতা ?
              তোমার কষ্টের নদী স্বতোৎসারিত হয়
                    হাসি নিয়ে ধরায় একদিন ,
             দশ মাস দশ দিন পরে আসে সেইদিন ।


        আমি দেখে যাবো সব অন্তঃসত্ত্বা মহিলার মুখে হাসি,
          এতকাল ধরে কালের গর্ভে যেন পূর্ণিমার শশী
                   ঢাকা আছে গভীর আঁধারে ,
           কত ঝড় বয়ে গেছে  সেই দেহের উপরে ।
            কোনদিন ছিল না দেহে  কষ্টের বিরাম
          জানি আমি ,কষ্ট সয়েই নারী এত অভিরাম ।


     আমি তো ক্ষুদ্র মানব ,সন্তান হলে বড় জোর দিতে পারি নাম
              তোমার কষ্টের মানে জানে শুধু কৃষ্ণ বলরাম ।


*************************************