**************************************
ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রের মাঝে অনেক অনেক ঢেউ তুলে
কতকাল ধরে  মানুষের অবসিত হয়ে গেছে অশ্রুসিক্ত দিন,
সেইসব কবোষ্ণ মুখর দিন
শুধু শুনিয়েছিল কত আছে শরীরের ঋণ ।
সেদিন অভিমানী যামিনীর যেন কোন ছায়া
হয়তো জাগিয়েছিল অশনি সংকেত
জান্তব ক্ষুধার মাঝে তৃষাতুর শরীরের মায়া ।
তবু পৃথিবীর সব দুর্বিনীত নদী বয়ে যায়
দেহজ কামনা নিয়ে মনের দুয়ারে ,
কতশত নারী-মেধ যজ্ঞ দেখে যৌবনের জ্বরে ।


জানি আমি ,ফল ফলানোর দিন শেষ হলে মনে পড়ে শুধু
এ শরীর ,নারীর শরীর , ছিল শুধু কৃমিজ নরকের খাদ ,
সেদিন অশ্রু মোছে মানুষের শরীর আর সম্পদ অগাধ ।
তখন রক্তাক্ত যৌবনের নাভিশ্বাস ওঠে অবশেষে
অবিশ্রান্ত বর্ষণ আর বজ্রের নির্ঘোষে ।
কখন অজান্তেই স্তব্ধ হয় যৌবনের দাবী
মানুষ পায়না অমৃতের স্বাদ ,সেই মৃগনাভি ।


শরীরের দিন শেষ হয় অশ্রুকণা মেখে
পড়ে থাকে শস্যহীন মাঠের মতোই কিছু মন,
শরীর থাকার সময় মানুষ ঘুমিয়ে থাকে
করে না সত্যের অন্বেষণ ।


**************************************