************************************
পতি ও পত্নী মনুষ্য নামক দুটি প্রাণী
বারান্দার রোদ্দুরে বসে  গল্পে মশগুল ,
গল্পের নেশায় তাদের কত কাজ হয়ে যায় ভুল  ।
যেন জোড়া শালিক দুটি শাবকদের
সুরক্ষিত রেখে বসেছে সেখানে ,
অনেক সময় ধরে তারা গল্প শুধু করে ;
প্রাণী দুটি কি এতো গল্প করে ?
হয়তো তার আদি অন্ত কিছুই জানেনি ,
জীবনে ভোগ ছাড়া তারা কিছুই মানেনি ।
দুর্বিনীত মেঘের গুরু গর্জন তারা কখনো শোনেনি
অভিমানী চপলার ভ্রূকুটি-ভঙ্গীতে কিভাবে মানুষ
অসময়ে চলে যায় তা কখনো দেখেনি ।


জীবনে বাঁচার গল্প ,প্রেমের গল্প শেষ হলে
কার ডাক শোনা যায় তা কখনো ভাবেনি ,
অপঘাত মৃত্যুর পদধ্বনি কখনো শোনেনি ;
শুধু পূজা ছাড়া মানুষকে দয়া প্রেম করুণা
বিলিয়ে দিতে  কখনো শেখেনি ।
পতি ও পত্নী মনুষ্য নামক দুটি প্রাণী
বারান্দার রোদ্দুরে বসে  গল্পে মশগুল ,
কোথায় হারিয়ে যাবে সেকথা  স্বপ্নেও ভাবেনি
অনেক সময় ধরে গল্প শুধু করে ,
শুয়ে বসে বারান্দার রোদ্দুরে ।


**************************************