***************************************
ফসল কাটা শেষ হলে দেখা যেত বুড়ি এক মাঠের ভিতর
ধানের শিষ কুড়নোর লোভে কতবার শুয়েছিল  খড়ের উপর ।
সন্নত চাঁদের মতো বুড়ির মুখখানি আজো মনে পড়ে
হেমন্তের কুয়াশায় বুড়ির পায়ের স্পর্শ কেন শুধু  নড়ে ?
শত শত বছরের কোন এক নির্জন শরীর ছুঁয়ে এসে যেত রাত
সেই বুড়ি ধানের শিষ কুড়নোর লোভে এসে দেখিত প্রভাত ।
পৃথিবীর যত পথ শেষ হয়ে গেছে মানবের হৃদয়ের দ্বারে
জিঘাংসার বুক চিরে শান্তি পেয়ে গেছে বুড়ি মনের ভিতরে ।


যেদিন রূপালী জ্যোৎস্না এসেছিল নির্ঝরের নিক্বণের সাথে
সেদিন বলেছে বুড়ি  ,ঐখানে কাটা ধান পড়েছিল কোন এক রাতে ।
হেমন্তের কুয়াশার বুকে  কতবার লাল মাটি মেখেছে সে গায়ে
জীবনে সুখ  দেখতে চেয়ে কতবার এসেছিল বুড়ি ধীর পায়ে ।
বসন্তে ধূসর মাঠের বুকে  কেউ নেই,মাঠ আজ হয়েছে নীরব
মাঠের দু ধারে বাঁশবন , বুড়ি নেই ,সেইখানে পড়ে আছে শব ।


****************************************