*************************************
কেন আজো খুঁজে মরি পৌষের মেলায় আমার প্রেমিকা
অনেক মেয়ের রূপে সে আর  ভাসিবে না এই পৃথিবীতে,
পৌষের রাতে মিছে আমি পথ চেয়ে বসে আছি একা
সব কাক ঘরে ফিরে , সুরভি মিশেছে জানি কোন অমা রাতে ।


ফুলমালা মনের দুয়ারে , কেন আর মিছে কথা বলে ?
পাড়াগাঁর কোন মেয়ে সুরভির মতো নাচে নাতো আর ,
অসংখ্য নদীর গর্ভে ঝরা পাতার মতো প্রেমিকা ভেসেছে বুঝি জলে
তার মতো আজো পাইনি খুঁজে কুমারীর চুলের বাহার ।


এ জীবন মনে হয় সেই মেয়ে সাথে নিয়ে গেছে
মঙ্গল শাঁখের শব্দে গ্রামগুলি সেদিন জেগেছিল ,
কোথায় মেয়েটি ? তার শব কোন খানে আছে ?
মনে হয়  হেমন্তের কুয়াশায় সে আমার বুকে শুয়েছিল ।
আমি দেখি ,পৃথিবীর সব মেয়ে হাসি নিয়ে ঘরে ফিরে রোজ
শুধু আমার প্রেমিকা এই বুকের মাঝে চিরতরে হয়েছে নিখোঁজ ।


*************************************