***************************************
মিশে গেছ শিশির-কণায় তারপর ফিরে আস নাই
এইখানে সব শব , এ মাটির আজো ঘ্রাণ পাই
তোমাকে পাবো না জানি বলব না প্রেম আজ চাই ।


তুমি আর আস নাই সব পাখি নীড়ে রোজ ফিরে
তোমার মুখের ছবি ভাসে যেন ভোরের শিশিরে
জানি আমি , সেই প্রেম ডুববে না যমুনার নীরে ।


সেদিন সমুদ্রের জলে  ডুবেছিল বুক ,রেখেছিলে হিয়া
কিছুই থাকে না শেষে যা একবার ফেলেছ ভাঙ্গিয়া
এইখানে সব শব , শুধু এ মাটির  ঘ্রাণটুকু   নিয়া
বলব অনন্তকাল আমার হৃদয়ে ফিরে এস প্রিয়া ।


**********************************