**************************************
হে প্রিয়তমা নদী ,
সব শব অনন্ত মৃত্যুর মুখে নিয়ে যাবে যদি
কেন তবে সেদিন আমাকে স্বামী বলে বুকে নিয়েছিলে ?
জানি আমি ,সেদিনের কথা এক লহমায় গিয়েছ তো ভুলে
আর কোন শব ভাসাবে না জলে তুমি কথা দিয়েছিলে ।


হে প্রিয়তমা নদী ,
দিবা নিশি আমার বুকের উপর দিয়ে বয়েছিলে নিরবধি ;
সব আজ ভুলে গেছ ? তোমার বুকে স্তব্ধ কেন দু কূলপ্লাবী রূপ ?
তোমার জলোচ্ছ্বাসে কান্নার শব্দ কতদিন ধরে হয়ে আছে চুপ
সেদিনও উচ্ছলিত জলরাশি নরম স্তনের স্পর্শ দিয়ে হয়নি বিরূপ ।


হে প্রিয়তমা নদী ,
জীবন ফিরিয়ে দিতে পারবে না যদি
কেন তোমার উদ্ভিন্ন যৌবন প্রাণীকে মৃত্যুর কোলে নিয়ে চলে ?
সাঁতার দিয়ে তোমার বুকে বসে ,যৌবন বশীভূত করেছি তো বলে
এবার অস্থির মালা খুলো  প্রিয়তমা ,চুম্বন এঁকে দেব তোমার কপোলে ।


**************************************