কীট পতঙ্গের মতো পৃথিবীতে বেঁচে আছি ,
কতদিন কেটে গেছে গুটিকয় ইন্দ্রিয়ের ব্যবহার করে ।
ঐভাবে বাঁচতে চাই না আর ,
দেখব না পৃথিবীর সহস্র উটের কুঁজ
বোঝা আর ভোগের সম্ভার ।
কাঁটা ঘাস খেয়ে রক্ত ঝরছে  উটের
তাদের গ্রীবার মতো কামনার ভারে
মরে গেছি পৃথিবীতে আমি কতবার ,
সময় ফুরিয়ে এলো ,সেই সব উটের মতোই
সাধ নেই আর বাঁচিবার ।


এরপর এত কেন অমৃত পিপাসা ?
যে পাখি কাঁটার উপরে বুক রেখে ফুলের মধু  খায়
তার মতো বেঁচে থেকে অসীম নিরালায়
ছেড়ে যেতে চাই ধরা কোন শুভক্ষণে ,
পিঠে কদাকার কুঁজ নিয়ে উটের মতো নয়
বাঁচতে চাই সেই পাখির চুম্বনে ।


*************************************