*************************************
যারা  বলে প্রেম আজ সুস্থ দেহে আছে
তারা বড় বেশি ভুল বলে ,
প্রেম এখন অর্ধমৃত হয়ে মুখ থুবড়ে শুয়ে  আছে
পথে পথে অর্ধমৃত ব্যাঙের মতোই ।
পৃথিবীর বুকে অনেক শেয়াল শকুন এসেছে বলে
দেহজ প্রেম অর্ধমৃত হয়ে আছে
শত সহস্র রাক্ষসের খাদ্য হয়ে গেছে ।
তারা যেমন হাসে কাঁদে ,পৃথিবীর পথে হাঁটে
তাদের মতো আমারও হাসি কান্না
পৃথিবীতে পথ চলা নাকি ?
তাদের ক্ষুধার মতো আমারও মনের ক্ষুধা নাকি ?


যদি তাই হতো কেন এতদিন
নবীনা ধানের ক্ষেতে করিয়াছি খেলা ?
পুকুরের পাঁক গায়ে মেখে কেটেছে দুবেলা ?
শুধু মনে হয়  পৃথিবীতে অনেক শেয়াল শকুন এসেছে বলে
প্রেম এখন অর্ধমৃত হয়ে মুখ থুবড়ে শুয়ে আছে
পথে পথে অর্ধমৃত ব্যাঙের মতোই ।
সেইসব রাক্ষসের মতো আমিও কী নগ্ন হয়ে
করিয়াছি নাচ ?
মনে তো পড়েনি ,
আকাঙ্ক্ষার জ্বরে এই দেহ কখনো কাঁপেনি ।
আজ দেখি অর্ধমৃত প্রেম , শুধু পচা দেহ
অন্ধকারে ঘুমন্ত মানুষ , জানছে না কেহ ।


**************************************