**************************************
শুধু দেহ দিয়ে বড় নীচে ক্লান্তি নিয়ে শুয়ে আছো মেয়েটি আমার ,
অন্ধকারে ডুবে থেকে কী পেয়েছ তুমি ?
দেহ দিয়ে দেহ দিয়ে শুধু দেহ দিয়ে অনিবার
কেন তুমি শুয়ে আছো ঐখানে তমিস্রার
বুকে ? জেনে গেছ এই দেহ পাবকের দেহে  হয়ে যায় ভস্মীভূত ,
জীবনের সব ক্লান্তি নশ্বরতা হয়ে যায় ক্ষয়
দেহ দিয়ে মানুষকে চলে যেতে হয় ।


শুধু দেহ দিয়ে যারা শুয়ে থাকে তুমি কী তাদের মতো ?
কেন মা পৃথিবীতে রেখে যাবে অজস্র দেহের ক্ষত
তারপরে মিশে যাবে ঐ নীলিমায় ?
এরপরে দেহ নয় , অসীমের কামনায়
মেলে দাও তোমার সোনালী দুটি ডানা ,
দেখে যাবে নশ্বরতায় শুয়ে আছে আলোর ঠিকানা ।


**************************************