***************************************
আমার আঙ্গুল ছুঁয়ে কতকাল ধরে উঠে আসছে এক অমেয় বিস্ময় ,
দিন আর রাত সব বৃথা অবসিত হয়ে গেছে অবহিত করেছে অসুখ
যে যার নিজেদের ভালো বুঝে পৃথিবীর বুকে মুখ থুবড়ে বাঁচে বহুকাল
আমিও তাদের মতো ভালো বুঝি নাকি ?বুঝি শুধু ভ্রান্তি  আর ক্ষয় ।


নিজেদের ভালো করতে গিয়ে মানুষেরা এইখানে কতকাল ধরে হয়েছে নীরব  
শুধু প্রতিদিন কতভাবে মরে যাওয়া ছাড়া মানুষ নিজের ভালো কিছুই বোঝেনি ,
দেখেনি কখনো সমাহিত হয়ে আছে এইখানে অজস্র বিস্ময় আর শব
শুধু বেঁচে থাকাই জরুরি জেনে ভুলে গেছে বার বার মৃত্যুর অনুভব ।


সকলে নিজের ভালো বোঝে সেটাই যে কদাকার , এটাই বিস্ময় জাগায় ,
ভুলগুলি সুরক্ষিত রেখে মৃতদেহের ক্ষত সব নানাভাবে তারা দেখে যায় ।
কিভাবে  ভালোবাসা যায় না বুঝেই কাছে ডাকে ঝাপসা পারাবার .
সব শেষে বুঝতে পারে যোনি দ্বারেই মুখ ভেংচে আছে মৃত্যুর অন্ধকার ।


**************************************