**************************************
       মানুষকে ভালোবেসে মরে যেতে চেয়েছি কতবার ,
       বোঝানো গেল না এ জীবনে সেই রূপ আমার প্রত্যয়
        এমনভাবেই হয়তো বা সংসারের বুকে সব ক্ষয় হয়
     তবু জানি নিশ্ছিদ্র রাতের বুকে রেখে যাবো প্রেমের সম্ভার ।


   এ জীবনে চাওয়া পাওয়া কিছু নয় শুধু জানি নির্মোহ আকাশে
     সব ব্যথা মুক্তি পায়  , যেখানে ভালোবাসা রোজ কথা বলে
       আমার বুকের মাঝে ঢেউ তুলে মিশে যায় দিকচক্রবালে
   রেখে যায় অমৃত পিপাসা এক অনাগত দিবসের নিঃশব্দ বাতাসে ।


মানুষ মরছে রোজ তবু  মানুষকে ভালোবেসে মানুষ মরে না ,
  সব  ক্লান্তি সয়ে থাকে তবু জানি  ক্লান্তির অমোঘ বিধানে  
একটি মানুষও মরে না কোনদিন ভালোবাসার কৃচ্ছ সাধনে ,
নিভৃতে আমার মানুষকে ভালোবেসে কতবার মরে গেছে রঙিন বাসনা ।


***************************************