*********************************
পৃথিবীতে কেন এসেছি আমি এই প্রশ্ন হৃদয় গভীরে
আসা যাওয়া করে বার বার ,
দেখেছি সারা শরীরে লেগে আছে ক্লান্তির অসুখ
সর্বত্র সজাগ আছে হেরে যাওয়া জুয়াড়ির ব্যর্থতার মুখ ।
বুঝেছি সর্বস্বান্ত জুয়াড়ির মতো
পৃথিবীর বুক থেকে চলে যাবো আমি
খোলামকুচির মতো জীবনের তুচ্ছ চাওয়া পাওয়া
এতদিন পথভ্রষ্ট করেছে আমায় ,
দেখিনি  প্রজ্ঞার ছবি জীবনের আলোক শিখায় ।
জুয়াড়ির মতো যারা এ জীবনেই জয়ী হতে চায়
তাদের মতোই  দু হাতে মেখেছি কলঙ্কের কালি ,
জানি আমি কাঁদবে শুধু জীবনের শেষ দিনগুলি ।


শ্মশানের বুকে পুড়ে যাবে জুয়াড়ির জিতে নেওয়া ধন
তবুও খেলা ছেড়ে  অসময়ে যেতে চাই না এখন ।


************************************