************************************
হে ঈশ্বর , শিশুর মতো সুন্দর মন আমি চাই
কিছুই চাই না আর পৃথিবীর বুকে ,
চলে যাবো মানুষের কাছ থেকে অল্পে সন্তুষ্ট হয়ে সুখে ।
কতদিন ধরে এই মন গভীর অসুখে ভুগে
হয়ে আছে সম্পদের ভারে বেপমান ,
এরপরে জয়ী করো সুন্দরের ধ্যান ।
নক্ষত্রও সন্নত নয়ন মেলে দেখে নেবে  উলঙ্গ প্রত্যয়
বুঝে নেবে কিভাবে প্রতিদিন আকাঙ্ক্ষার বুকে
মিশে গেছে মরুঝড় ভয় ।


লোভ হিংসা অহংকার মুছে বলে যেতে চাই
মানুষকে ভালোবাসি , তুচ্ছ করে পার্থিব বৈভব
সেখানেই বীতরাগ হয়েছে নীরব ।
এইখানে ঝঞ্ঝাক্ষুব্ধ সংসারের বুকে
কতকাল মানুষ গিয়েছে মরে ,
কৃতান্ত রয়েছে শুধু নির্নিমেষ চোখে
চিরকাল রক্তে মিশে আছে এ বিস্ময় ;
বুঝেও বোঝে না কেউ মৃত্যুর আঁধারে সব ফেলে যেতে হয় ।


সুন্দর মন ছাড়া কিছুই চাই না আর
চাই না এ  পৃথিবীর সম্পদের সুখ
ধনের পিপাসায় স্তব্ধ আছে কামনার অতৃপ্ত অসুখ ।
যে পেয়েছে ঈশ্বরের করুণায় শিশুর মতো সুন্দর মন
কখনো কাঁদে না সে , জেনে গেছে অদ্ভুত মরণ ।


************************************