***************************************
    শহরের তলপেট চিরে উঠে আসে পতিতাদের উত্তপ্ত নিঃশ্বাস ,
                 দগ্ধ-চিহ্ন রেখে ট্রাম লাইনের মাঝে
                  বিপজ্জনক বাসে তারা চলে যায় ।
      এই শহরে কতবার ঘুরেছি আমি , পেয়েছি যাদের অশ্রুকণা
        পতিতা নামেই তারা পরিচিতি রেখে জনারণ্যে মিশে যায় ,
                  পড়ে থাকে ধর্ষিতা শহর একাকী ।
   বৃষ্টি নামে বিচ্ছিন্ন শহরে ,সেই বৃষ্টি পতিতাদের অশ্রুকণা নাকি ?
                মনে জাগে এই বোধ কতকাল ধরে
            তারা মিশে গেছে জনসভায় অদ্ভুত শহরে ।
  
পূজোর অষ্টমী তিথিতে নানা সাজে সেজে জুটেছিল অনেক পতিতা ,
           ছেলে আমার হাত ধরে দেখেছিল তাদের বাহার ।
           সেজেছিল শহর  .মনে হয়েছিল সে শুধু পতিতার
                আমরা দেখেছি তার বাইরের মুখোশ ।
               ছেলে প্রশ্ন করেছিল ,"বাবা, এরা কারা ?"
                     আমি বলেছিলাম দেবী ।
  কত দেবী এই শহরে মুখ থুবড়ে আছে কেউ দেখেনি কখনো
              বরং তাদের মুখে থুতু দিয়ে করে উপহাস ,
          আমি দেখি পূজোর দিনেও শহরের  তলপেট চিরে
                  উঠে আসে দেবীর উত্তপ্ত নিঃশ্বাস ।


**************************************