**************************************
যখন আমার জীবনে ছিল না বেশি ধন
শিশুর মতো সরল ছিল এক মন
হাসি খুশি নিয়ে ভরেছিল আমার জীবন ,
সেদিন ছিল না মনে গ্লানি , দুঃখে ভরে ছিল না হৃদয় ।


সেদিন ক্ষুধার্তের পাশে কতবার বসে
শুনেছি তাদের কথা হৃদয়ের খুব কাছে এসে
দেখেছি ধনহীন মনে ভালোবাসা হাত ধরে আসে   ,
তখন মানুষ আপন ছিল ,বাসনা জাগিয়ে তোলেনি কোন ভয় ।


আজ ধন আছে ,  মন নেই ,নেই আর বিবেকের জ্বর
বিলাসের কশাঘাতে সরল হৃদয়ও হয়ে গেছে বাসনা নির্ভর
সুখ শান্তি মুছে গেছে ক্ষুধার্ত মানুষ হয়ে গেছে পর ,
বুঝেছি ধন পেলে মরে যায় মন , শেষে ধন মন সব লীন হয় ।


**************************************