***************************************
যেখানে দাঁড়িয়ে আছি কত রক্ত ঝরেছে সেখানে কত রাত দিন
কতকাল বয়ে গেছে ঝড় মানুষের দেহে মনে রেখে তার দাগ ,
আকাশ সরিয়ে কেউ পায়নি সেদিন সঙ্গোপনে প্রিয়ার সোহাগ
শুধু রক্ত ঝরা দেখে দেখে পৃথিবীর বুক থেকে মানুষ হয়েছে বিলীন ।
তবু দেখি তমিস্রার বুকে মানুষের মনে জেগেছিল গভীর প্রত্যয়
কষ্ট সয়ে সুখের সকাল দেখে তারা যেতে চেয়েছিল কিন্তু পারেনি ,
কেবল রক্ত ঝরা দেখে গেছে , তাদের জীবনে সুখ কখনো আসেনি
যাবার আগে বুঝেছিল তারা ,রাত শেষ হবে সকাল হবে তো নিশ্চয় ।


যেখানে দাঁড়িয়ে আছি  সেখানে রক্ত দেখে প্রেমিক প্রেমিকা গেছে মরে
চেয়েছিল তারা সুখ ,জীবনের রঙিন বাসনা দিয়ে গড়ে যেতে ঘর ,
আজো সেই বাঁচার অভীপ্সা  বার বার ধ্বনিত হয় এই চরাচরে
সুখের সূর্য ওঠা দেখে যেতে পারেনি তারা ,রক্ত দিয়ে হয়েছে অমর ।
আমি সেখানে দাঁড়িয়ে আজ বাসনার রঙ গায়ে মেখে বলে যেতে চাই
জীবনে সুখ আছে  শান্তি আছে , অন্ধকারে মানুষের রক্ত আর নাই ।


***************************************