**************************************
যেখানেই যাও আকাঙ্ক্ষারা পিছে পিছে যাবে
যাবে না শুধু বাবা কাকা দাদুর ভিটেমাটি
আকাঙ্ক্ষারা সেইখানে শুয়ে আছে নিস্তেজ রোদের মতো ,
তারা মরে গেছে অসময়ে রেখে দিয়ে ক্ষত ।
তবু তারা ভালো ছিল , ছিল কম আকাঙ্ক্ষার জ্বর
শিমুল ছায়ায় তাদের সুখ ছিল ,হেসেছিল ভাঙ্গা কুড়ে ঘর ।
আমেরিকা লন্ডন যেখানেই যাও অমেয় আকাঙ্ক্ষাও পিছে পিছে যাবে
সেখানেও না পাওয়ার বেদনাই পাবে ।
কেন মিছে অন্ধকারে মিশে যেতে চেয়েছ বারবার ?
যেখানেই যাও বেদনার কশাঘাত পাবে তো আবার ।
বুঝতে পারবে কী চিত্ত থেকে কেন উঠে আসে
বেদনার সেই দীর্ঘশ্বাস ?
দেখবে শুধু মনের ভিতরে শুয়ে আছে সরল জীবনের কোটি কোটি লাশ ।


তার চেয়ে রোদ্দুরের ঘ্রাণটুকু নিয়ে শুয়ে থাকো মাঠ ঘাট ধুলার উপর
যেখানেই যাও আকাঙ্ক্ষারা পিছে যাবে ,পাবে না সুখের কোন ঘর ।


****************************************