মানুষের সাথে পৃথিবীতে থেকে বহুদিন
কেটে গেছে আমার জীবন ,
এবার একা থেকে খুঁজে পাবো জীবনের শেষ সত্য
করে যাবো তার অন্বেষণ ।
ভালোবাসা পিছু টানে রোজ তাই মরে যেতে হয়
দেখেছি আমার ভিতরে যে মানুষ বাস করে
প্রতিদিন তার ছায়া হয়ে গেছে ক্ষয় ।
উচ্ছলিত অশ্রু-রাশি বাধা দিয়ে রেখেছে কতকাল
বেঁধেছে বাহু-দুটি মাথার উপর
বলেছে এইখানে সব আছে , মায়া শুধু বাসনা-নির্ভর ।


জানি আমি, জেনেও রয়েছি শুয়ে আগুনের আঁচে
অঙ্গ আজ জ্বলে গেছে ,চেয়ে দেখি
মূক বধির এক শুয়ে আছে মেলে দিয়ে বাসনার ডানা
একা থেকে এরপর পাবো আমি আলোর ঠিকানা ।
কেন আজ একা থাকতে ইচ্ছে করে নিরালায়
রুদ্ধ করে ইন্দ্রিয়ের দ্বার ?
সিদ্ধ শস্যের মতো পৃথিবীতে অঙ্কুরিত হবো না এবার ।
ভালোবাসা ,গৃহস্থালি ফাঁদ বলে মনে হয়
মনে তাই জেগে ওঠে ভয় ।
একা থেকে দেখে যাবো পৃথিবীর সব ঘরে জ্বলছে আলোক
মানুষও জেনে গেছে ফিরে যেতে হবে বৃথা শুধু শোক ।


***********************************