অনন্ত রাতের বুকে হেঁটে  অনন্ত রাতের বুকে শুয়ে
চলে গেল গুটিকয় মানুষ ,পেয়েছিল অমৃতের স্বাদ
বলিল প্রভাত এসে ; তারা চলে গেল মুছে দিয়ে জীবনের ভয় ,
মানুষের কানে দিয়ে গেল এই বীজমন্ত্র
সংসারে বেঁচে থাকা মানে প্রতিদিন মরে যাওয়া অন্য কিছু নয় ;
এই ভেবে অনন্ত রাতের বুকে হেঁটে তারা চলে গেল ।
কবোষ্ণ মুখর কোন দিবাভাগে এসেছিল তারা ,
তাদের ছায়াগুলি আজো দেখি হাসে
লেগে আছে মানুষের কষ্টের নিঃশ্বাসে ।


তারা তো রাতের গভীরে দেখে গেল প্রভাতের রূপ
জীবনের তমিস্রায় সেইসব মানুষ কখনো
হারিয়ে ফেলেনি তাদের বোধের অভীপ্সা ,
বাসনার বুক চিরে তারাই জাগিয়ে গেল তৃষা
বলে গেল রাতের গভীরে হেঁটে যেতে ,মুছে দিতে সকল নিরাশা ।
জানিয়ে গেল রাতের ভিতরে একা একা করতে শয়ন
মায়ার গভীরে ডুবে কেউ করেনি সেই পথের অন্বেষণ ।


**************************************