কত বেশি আগুনের আঁচ পেলে দেহ
বলবে না পৃথিবীর বুকে আর কেহ
এ মানুষ আগুন খেয়ে শুয়েছিল ,
জানি না এখনো ; তবু আজ মানুষকে
সহজেই আপন করে নিতে পারি ,
মানুষকে সহজেই অশ্রু দিতে পারি ।
যারা খুঁজে শুধু মায়াবী নদীর জল ,ঘাস
তারা আগুনের আঁচ থেকে দূরে থাকে
চায় শুধু শীতল বাতাস ,
তবু জানি মৃত্যুর মতো এক ত্রাস
তাদের কপালে আঁকে জীবনের অন্য সর্বনাশ ।


********************************