কাছে এসো মা আমার , এসো নিশীথিনী
কতকাল  রোদ মেখে আছো একাকিনী ;
আমার বুকের কাছে এসো তুমি ফুটন্ত বালিকা
খুলে দেবো  তোমার গলার কাঁটার মালিকা ।
তোমার গায়ের রোদ মুছে দেবো সযত্নে দুহাতে
অন্ধকার দূরে যাবে কোন এক  উজ্জ্বল প্রভাতে ;
শুয়ে আছো পাশে নিয়ে অমেয় অভাব আর শব
তোমার শোকাশ্রু স্তব্ধ আছে  ,বেদনায় হয়নি সরব ।


হৃদয়ের কাছে এসে  মেলে দাও তোমার চিকুর
সকালের হাসি বলে দেবে সুখ আর নয় বহুদূর ;
এসো মেয়ে কাছে এসো , এসো তুমি ফুটন্ত বালিকা
রোদ নয় ঝড় নয় ,মেঘ হবে তোমার ললাটিকা ।
কাছে এসো , আমার বুকের মাঝে এসো মা ভবানী
সুখের আলোকে কেমন ফুল ফোটে তুমি তো দেখনি ;
এসো নিশীথিনী মেঘ নিয়ে ,খুলে দেবো আমার হৃদয়
হাসি মুখে বুঝে নেবে  সব দিয়ে একদিন চলে যেতে হয় ।


*************************************