আর অভিনয় নয় ,এরপর মানুষ হয়ে যেতে হবে
মিশে যেতে হবে নিরালায় প্রদোষের নির্মেদ শরীরে ,
মুখরিত  ভালোবাসা এসে যাবে খুব ধীরে ধীরে
সান্ধ্য তন্দ্রার ছায়ায় কপটতা একদিন  মূক হয়ে যাবে ।


তাই  অভিনয় ছেড়ে দিয়ে গাছকে  দিয়েছি হৃদয়
গাছ অভিনয় জানে না ,জানে দিতে ফুল ফল ছায়া  ,
সকল ব্যথার স্বাদ মুছে দেয় তার সেই কায়া
এবার অভিনয় ভুলে গাছ হতে হবে তো নিশ্চয় ।


আর অভিনয় নয় ,এবার জেনে নাও মুখ ও মুখোশ
শীতল জ্যোৎস্নায় শুয়ে ,কপট ছলনাগুলি রেখো সাহারায় ,
বাতাসও বলবে সেদিন , মানুষ মানুষ হয়ে ভুলে গেছে  রোষ
হৃদয়ে জ্বলবে  দীপ , পুড়ে যাবে কপটতা শুষ্ক ধরায় ।


************************************