অন্ধকারে নারী দেহ ভোগ করে পুরুষ ডুবে যায় তমিস্রার বুকে
তখন আচমকা শুনে দেহকোষে শব্দহীন অদৃশ্য কোকিলের স্বর ,
ভেবেও পাইনি আমি  কষ্ট পেয়ে নারী সংসারে কিভাবে  আছে সুখে ;
বৃথা আমি ভয় করি ,দুঃখ সয়েই নারীর দেহ থেকে ছেড়ে গেছে জ্বর ।
ভয় নারীর মনের ভিতরে ,ভয় নেই পুরুষের কামনার লোলুপ জিহ্বায়,
যোগভ্রষ্ট হয় যারা তারাই ভোগের মাঝে চিরকাল ভয় শুধু পায় ।


নারী কী নরম নদী ?চিরকাল কষ্ট সয়ে বয়ে আসে পুরুষের  কাছে ?
এমনও হবে সেই কষ্ট ও ভোগের মাঝেই নারীর আত্মার মুক্তি সুখ আছে ।


***************************************