এরপরে মানুষের দেহ মন বেয়ে বর্ষা নেমে আসুক
দীর্ঘ প্রতীক্ষার পরে শান্তির বর্ষা ।
এখন সন্ধ্যার বুকে লেগে আছে রোদ
ছুটে আসে রেগে ,
মেঘগুলো বহুপ্রসবিনী নারীর মতো হাঁটে
আরো সন্তানের জন্ম দেবে বলে
তবু বর্ষার আভাস নেই ।
রণ-ক্লান্ত সৈনিকের মতো মানুষ সংসার গেছে ভুলে
এরপরে বর্ষা নেমে আসুক
মানুষের দেহ মন বেয়ে শান্তির বর্ষা ।


কতকাল রোদে পুড়ে মানুষ রয়েছে ধরায়
তারা শুধু পথ হাঁটে বর্ষার আশায় ,
মেঘগুলো বহুপ্রসবিনী নারীর মতো হাঁটে
ধীরে ধীরে দিকচক্রবালে
আরো সন্তানের জন্ম দেবে বলে ।
তবু বর্ষা নেই কেন ?
এরপরে বর্ষা চাই অন্য কিছু নয় ,
মানুষের তাপ-দগ্ধ শরীরের মলিনতা
ধুয়ে মুছে হয়ে যাবে ক্ষয়
সন্ধ্যার বুক থেকে রোদ পালাবে নিশ্চয় ।


*********************************