হে ঈশ্বর , এখন যাবো না পৃথিবী ছেড়ে
অনেক দেখার বাকি অনেক চেনার বাকি
থেকে গেছে মনের মন্দিরে ,
তুমি তো অন্য চোখ দিয়েছ আমারে ।
সকলে দেখে গাছে গাছে ফুল ফুটে আছে ,
আমি দেখি কষ্ট আর রক্ত ফলে আছে
যুগ যুগান্তর ধরে ।
শিকড়ে শাখায় পত্রে লেগে আছে রক্তের দাগ ,
সকলে দেখে না ওসব ,দেখে শুধু
ফুল হয়ে ফুটে আছে হৃদয়ের শত অনুরাগ ।


হে ঈশ্বর , চোখ দিয়েও মানুষকে কেন
অন্ধ করে রেখেছ ধরায় ?
তাই আজো তমিস্রার বুকে ভালোবাসা নিভৃতে ঘুমায় ।
চিনে নিতে চাই আমি দুঃখ সব  ,মরতে চাই না এখন ,
যে দুঃখ কষ্ট সব ফুটে আছে পৃথিবীতে গাছের মাথায়
সকলে বলে গোলাপ চামেলি জুঁই গন্ধরাজ বেলি ,
কেউ ভাবে না মানুষ খেলে গেছে যত রক্তের হোলি
সে সব ফলেছে গাছে গাছে ।
দুঃখ আর মৃত্যুরে ডরি না আমি
তবু এখন মৃত্যু নয় ,বেঁচে থেকে চিনে নিতে চাই
মানুষের কষ্ট আর হৃদয়ের গোপন সোহাগ  ,
চিনিয়ে দিতে চাই ওসব ফুল নয় , সুসজ্জিত রক্তের দাগ ।


*********************************