হয়তো বা জন্ম হবে কোন এক জীর্ণ কুঁড়েঘরে
থাকবে না আভরণ আবরণ আমার শরীরে
ভিখারিনীর কোল আলো করে আসব আমি ফিরে ,
সেদিন থাকবে না খেদ
খুঁজে পাবো কেমন মাটির রসে মিশে যায় গরীবের স্বেদ ।


হয়তো বা জন্ম হবে সমুদ্রের কাছে ডুবারীর ঘরে কোনদিন
পাবো লোনা জলের ঘ্রাণ ,সেইখানে বালু-তটে দেখবো সুদিন
দেখে যাবো ডুবারীর সব ব্যথা কেমন সুখৈশ্বর্যে হয়েছে বিলীন ,
তবু ধরার মায়ায়
হৃদয় শীতল হবে  ,শান্তি পাবো ডুবারীর স্নেহের ছায়ায় ।


হয়তো লব না জন্ম ধনীর দুলাল হয়ে পৃথিবীর বুকে
শুধু সিক্ত হবো শোকাশ্রু ধারায় ,ধরাতলে এই জীবলোকে
জেনে নেব কিভাবে ব্যথার স্পর্শে মানুষ রয়েছে আজো সুখে ,
তবু আসব ধরায়
দেখে যাবো অশ্রুর স্পর্শে ধর্ষিতার ভাঙ্গাচোরা কেন দিন যায় ।


সব সুখ এনে দেব ধর্ষিতার পতিতার ডুবারীর জীবনের দ্বারে
যাদের চোখের জল বয়ে যায় পৃথিবীতে ব্যথাতুর করে বারে বারে
তাদের চোখের জল শান্তিবারি হয়ে মিশে যাবে আমার শরীরে ,
সেদিন থাকবে না খেদ
খুঁজে পাবো কেমন মাটির রসে মিশে যায় গরীবের স্বেদ ।


***************************************