আমার চোখেই কেন এত অশ্রু দিয়েছ ঈশ্বর ?
পৃথিবীর সব নদী থেমে গেছে অশ্রু হয়ে চোখে
চড়ুইয়ের কত ডিম ভেঙ্গে গেছে প্রতিদিন বুকে ,
শুধু শুনি কান্না আমি ,জেনে গেছি এ দেহ নশ্বর ।


আমার পথেই কেন এত কাঁটা পড়ে আছে বহুকাল ধরে ?
পৃথিবীর রূপে যেন অশ্রু ছাড়া আর কিছু নাই
এইখানে কাঁদে জীব ,ভাবে শুধু প্রিয়জনে কখন হারাই ,
কখনো শুনি না আমি কোন গান সংগোপনে কেন কলস্বরে ?


আমারে দিয়েছ কান্না ,  কান্না ভাসে কলস্বনা তটিনীর জলে ,
সকলে পেয়েছে হাসি , তারা দেখে খুশির আলোক
ঠুনকো সুখে ভুলে থাকে পৃথিবীর যত আছে শোক ,
আমি দেখি কান্নার শব্দগুলি ভেঙ্গে যায় সন্ধ্যার কাকের পদতলে ।


************************************* ***