মানুষেরে ভালোবাসি বলে কাঁটায় রেখেছি বুক ,
চন্দ্রমালা রাজকন্যা নীল শাড়ি শুকায় যেখানে
যেতে আমি পারিনি সেখানে
দূর থেকে শুনি তার নূপুর নিক্বণ ,
বার বার ঝড় আসে জীবন মাঝারে
বলে যেন এরপরে হবে বরিষণ ।
তাই আমি উদাস পথিক ,
এখনো সুদূরে দৃষ্টি রয়েছে আমার
মানুষও বুকের মাঝে রয়েছে অধিক ।
কতকাল ধরে রঙিন বাসনার গান শুনি নাই
শুধু শুনি পাড়াগাঁর বুকে অস্ফুট ক্রেংকার ,
কখন সকাল এসে জাগায় আমারে
বলে যেন সময় আর নাই ঘুমাবার  ।


হৃদয়ের তলদেশ থেকে উৎসারিত যে সব আবেগ
আমারে দেখায় পথ প্রদীপের মতো
তারা বলে মানুষেরে ভালোবেসে যেতে ,
সুখ নয় দুঃখ শুধু পেতে ।
মানুষেরে ভালোবাসি বলে  পৃথিবীর উষসী আকাশে দেখি
খেলা করে মুঠো মুঠো ভালোবাসা ,তাই আমি যেতে পারি নাকো
তবু চলে যাবো ভালোবেসে এ আমার গভীর প্রত্যয় ,
চন্দ্রমালা রাজকন্যা নীল শাড়ি শুকায় যেখানে
সেইখানে মরে যাবো ,বাসনাও জ্বলিবে নিশ্চয় ।


**************************************