জ্বলন্ত উল্কার প্রচণ্ড আলোতে
ভারতের পূর্ণচন্দ্র হয়েছে নির্বাক ,
তাই আজ ভোগবাদে জড়বাদে ভেসেছে মানুষ
হাসিমুখে রয়েছে চার্বাক ।
উল্কার এ আলোতে পূর্ণচন্দ্র হয়েছে নিষ্প্রভ
ভোগে দেখি দুঃখ আছে নিতি ,
তপস্যার বুকে আর ভারত জাগবে কী
শেষ হবে ভোগের আরতি ?
জানি আমি এ আলোক ক্ষণস্থায়ী
জ্বলন্ত উল্কা রাত্রির নায়িকা নয় ,
ভোগের আঁধার দূরে সরে যাবে
পূর্ণচন্দ্রের হবে তো উদয় ।


ভোগবাদে জড়বাদে ঢেকেছে যাদের মন
তারা আজ ভুলে গেছে চাঁদের জোছনা ,
গুটিকয় মানুষ তবু পূর্ণিমার শোভা দেখে
করে আজো সত্যের সাধনা ।


***************************