আমিতো মাটি আর আগুন খেয়ে বেঁচে আছি ,
বেঁচে থাকতে জানি বেদনার শত কশাঘাতে
শব্দিত হৃদয়ে ; তুই কেন পাগলি মেয়ে
এসেছিস আমার জীবনে ?
পারবি কী খেতে মাটি ও আগুন ?
শুধু বেদনার ভার করিয়া দ্বিগুণ
উষসী আকাশে কেন মেলেছিস
কোমল প্রেমের দুটি ডানা ?
মানুষ এখনো সব শব হয়ে পড়ে আছে
তাই কোমল প্রেমও তার রয়েছে অজানা ।
পৃথিবীর মানুষ তোকে আমারই উদ্বন্ধন রজ্জু ভেবে
বার বার করে অবহেলা, ছিঁড়ে দিতে চায় ,
আমি  দেখি  ফুলমালা হয়ে তুই
কতকাল রয়েছিস আমার গলায় ।


*********************************