আমার কোন ধর্ম নেই প্রেম নেই ঘর নেই
নেই কোন বংশ পরিচয় ,
অর্থ যেটুকু আছে ডাল ভাত হয়ে যায়
অর্ধাঙ্গিনী  ছিল সেও নেই ,
তবু আজ কয়েকটি নিঃশ্বাস
শোনায় আমারে মানুষের উপর বিশ্বাস ।
আমার কিছু নেই ,নেই কোন সুখের বন্ধন
তাই শুনি কতকাল ধরে
পাথরের বুকে প্রতিধ্বনি ,
আজো দেখি জীর্ণ বস্ত্র পরিহিতা ভিখারিনী রয়েছে দাঁড়িয়ে
বুকে ধরে ঢেঁকিছাঁটা চাল ,নেই তার বিলোল চাহনি ।


********************************