ময়ূরের মতো নাচতে কি পারো  তুমি ?
কোকিলের মতো গাইতে কি পারো গান ?
হৃদয় তোমার শুধু যেন মরুভূমি
জুড়াতে পারো না কর্কশ স্বরে প্রাণ ।


মধুর গানে মুগ্ধ করনি মন
চতুরতা তুমি ভালোই শিখেছ জানি ,
পারো না বসতে স্থির হয়ে অনুক্ষণ
তবু উপকারী তাইতো বন্ধু মানি ।


পচা ইঁদুর আর শব খেয়ে মিছে মরো
দেবে নাতো কেউ তোমার কাজের দাম ,
ঝাড়ুদার হয়ে জঞ্জাল দূর করো
পালন করছ হয় কোকিলেরই নাম ।


ভাঙ্গা ডিম দেখে শোক কেন মিছে করো ?
ধূর্ত কোকিল ফেলে দিয়ে গেছে সব  ,
মনস্তাপে বার বার বৃথা মরো
অন্যায় দেখে হয় কোথা কলরব ।


এরপরে তুমি আমার বন্ধু হও
চলে যাবো ফেলে জীবনের লাভ ক্ষতি ,
তুমি-তো কখনো সুখ অভিলাষী নও
গড়বো দুজনে সুখের অমরাবতী ।


অভিমান কেন রেখেছ বন্ধু মনে ?
এখানে মানুষ সকলে মানুষ নয় ,
নামবে অমরা  তোমার আকর্ষণে
লোকালয় ছেড়ে চলে যাবো নিশ্চয় ।


*****************************