ফুলের পতিতা  তুমি কেন ডাকো আমাকে এবার ?
পৃথিবীর মানুষকে বশীভূত করেছো রূপে ও সৌরভে
অহংকারে  ডুবে আছো আভিজাত্যে নিজের গৌরবে ,
আমাকে পাবে না তুমি ,কেন মিছে ডাকছো আবার ?


নবাবের ফুল হয়ে শয্যাসঙ্গিনী হতে ছুটে যাও তুমি
আড়ি পেতে কেন দেখ ফুলশয্যায় দম্পতির প্রথম চুম্বন ?
তাদের  মধুর প্রেম জীবনের প্রথম রমণ ?
আমাকে পাবে না তুমি ,এ হৃদয় শুধু মরুভূমি ।


কখনো মিশেছ কি ভিখারিনীর ঢেঁকি-ছাঁটা চালে ?
গিয়েছ কি পূজার থালায় আভিজাত্য ভুলে ?
হয়নি কখনো স্থান দেবতার রাঙ্গা পদতলে
এসো না এসো না কাছে রপ নিয়ে ঐ দুটি গালে ।


তোমার হৃদয়ে রয়েছে সবাই আমাকে না পেলেও হয়
ফিরে যাও রূপ গন্ধ নিয়ে , এসো না অনার্য রমনী
ঘাসফুল ধুতুরার কোলে শুয়ে আছে এক ভিখারিনী
সেখানে যাবোই  আমি এ আমার গভীর প্রত্যয় ।


*************************************