আমাকে অন্ধ বধির করে দিয়ে
দিতে পারো কেউ অন্ধ বধির প্রাণে নতুন আলোক ?
ওরা  হয়তো এনে দিতে পারে মানুষের ঘরে
পারিজাত ফুল ,মুছে দিতে  পারে সব শোক ।
কিছুই পারিনি দিতে মানুষেরে আমি এতকাল ,
শুধু কালের গর্ভে শুয়ে দেখেছি এক একটি জীবন
খসে গেছে পৃথিবীর বুক থেকে অসুখের ঝড়ে ।
আমিতো পারিনি দিতে সুখ ও সান্ত্বনা ,  
দারিদ্র্য আমার সাথে নানাভাবে করেছে ছলনা ।
এরপরে আমাকে অন্ধ বধির করে দিয়ে
অন্ধ বধিরে দাও ইন্দ্রিয়ের সুখ ,
ওরা  পারবে বেদনার গলা রুদ্ধ করি
চেরাপুঞ্জির মেঘ এনে দিতে সাহারায়
ভেঙে দেবে শত-ছিদ্র দুঃখের গাগরি ।
তাদের অধিকার দিয়ে চলে যাবো আমি একা একা ,
পৃথিবীর মাটি ভুলে যাবে সেদিন আমাকে
ঢেকে দেবে সব পদ-রেখা  ।


*******************************