গ্রামীণ কন্যাটির দেখা পেয়েছি বর্ষায়
একা একা চোরকাঁটা পায়ে দলে যায় ।
শুধিয়েছি কন্যাটিরে হঠাৎ সেদিন
কোথা যাও তরুণ চিতার মতো দ্রুত ?
একটু সময় দিয়ে বলে যাও সময়ের দেহে রেখে দিয়ে ক্ষত ।
বলেছে মেয়েটি সেদিন
এখন সময় নেই ,তুমি বরং এসো অন্যদিন ।


যেতে যেতে জানিয়েছে চলেছি মাঠে কবি
তোমার মতো অকাজের বুকে আঁকি নাতো ছবি ।
শুধিয়েছি কন্যাটিরে হঠাৎ সেদিন
একটু সময় দিয়ে বলে যেতে পারো নাকি মেয়ে
ফল ফলানোর দিন তাই কী রজঃস্বলা মাঠে যাও ধেয়ে ?
বলেছে মেয়েটি সেদিন
এখন সময় নেই , তুমি বরং এসো অন্যদিন ।


অঘ্রাণের শিশিরসিক্ত দিনে পুনরায় দেখেছি তাকে
মাঠে যেতে দ্রুত পায়ে ,ভেবেছি সে পড়েছে বিপাকে ।
শুধিয়েছি কন্যাটিরে কেন তুমি ক্ষিপ্র পায়ে যাও ?
একটু সময় দিয়ে বলে যাও সব ,
ধান কাটা পড়ে আছে মাঠে ,শুনছো না কত কলরব ?
বলেছে মেয়েটি সেদিন
এখন সময় নেই , তুমি বরং এসো অন্যদিন ।


***********************************