আমার প্রণাম লহো হে পৃথিবী
মেঘে ঢাকা জীবনের গোধূলি বেলায় ,
তুমি কী শোনোনি আমার ভাঙ্গাচোরা কেন দিন যায় ?
তবু দেখো অকাজের বুকে আঁকি আজো  ছবি ।


এই যে জ্বলন্ত গ্রহ , চারপাশে জীবনের কান্না তুমি শোনো
কত জীব অভুক্ত রয়েছে ধরায় ,
জীবনের দীর্ঘশ্বাস করুন শব্দ ছড়ায়
আমাকে ভুলে গেলেও ভুলবে না প্রাণীকে কখনো ।


শেষ ইচ্ছাটুকু বলে যাই সময়ের কোলে
ধন মান কোন সুখ দিও না আমাকে ,
জ্বলে গেছি ,আরো জ্বলে যেতে চাই দুর্বিপাকে
শুধু ভুলবে না তুমি,সকল জীবের মুখে অন্ন দেবে তুলে ।


পথিককে  বলে দেবে শুধু ঐখানে কবির শ্মশান
যার অভুক্ত জীবের দুঃখে কেঁদেছিল প্রাণ ।


******************************