কে বলেছে স্বর্গবেশ্যা তুমি ?
তুমি-তো মায়ের মতো সাহসিকা উর্বশী আমার ।
এরপরে আমার কথা শোনো ,
নাচ বন্ধ করো ,দেবতার চোখের সম্মুখে
দেখাবে না বিস্ফারিত স্তন দুটি আর ;
দেবতারা কামজয়ী নাকি ? তারা কী নিষ্কাম তাপস ?
আমার মতো মাতৃজ্ঞানে করে তব পূজা ?
জানি আমি ,দেখে শুধু নাচ আর বিলোল নয়ন
এরপরে ঢেকে দাও মাগো বস্ত্রাঞ্চলে বিস্ফারিত তব দুটি  স্তন ।
শান্ত করো বিধূত যৌবন ।


তুমি-তো সুন্দরী ,সাহসিকা মা আমার
নাচের তালভঙ্গ করতো এবার ।
কেন তুমি নেচে যাবে দেবতাদের মন জয় করে ?
কলঙ্কের দাগ সব মুছে দাও পৃথিবীর বেশ্যাদের ঘরে ।
তুমি নাচ বন্ধ করো ,আমি দেখে যাবো
পৃথিবীর বেশ্যা সব বস্ত্রাঞ্চল দিয়ে ঢেকে রাখে স্তন
মেলেনি ধরে অন্ধকারে উদ্ভিন্ন যৌবন ,
তারাও পেয়েছে পূজা মায়ের মতন ।


*************************************