বিজ্ঞানের দোষ নেই ,দোষী সব মানব সন্তান ,
মদির সন্ধ্যার বুক চিরে তারা দেখতে চেয়েছে
কোন তারা কাঁপে আকাশেতে ;
ক্লান্ত উরুর মাঝে শুয়ে আছে বিজ্ঞান একা
মানুষের সঙ্গমের ভারে সে এক ক্লান্ত গণিকা ।
বিজ্ঞান তুমি দোষী নও,মানব বুদ্ধিভ্রষ্ট হলে
তোমাকে সাজায় তারা বিলোল দিনের শেষে
তারাহীন মূক বিভাবরী ,
তাই সব ভেঙ্গে গেছে কাষ্ঠের তরবারি ।
আজো হিরোশিমা নাগাসাকি কাঁদে
বিকলাঙ্গ মানুষের জন্ম দিয়ে বড় একা একা ।
তোমার দোষ নেই ,মানুষ মানুষ আজো নয়
তারা তোমার বুকে নামিয়ে আনে অশনি সংকেত,
সভ্যতাকে ধ্বংস করে মজে জয়োল্লাসে
তোমাকে অস্ত্র করে রক্তস্রোতে মানুষেরা ভাসে ।


হে বিজ্ঞান তুমি দোষী নও,দোষী সব মানব সন্তান
তোমার গলা টিপে  করে তারা জয়ের সন্ধান ।


************************************