বয়স বাড়ে বাড়ছে মৃত্যুভয়
জীবন তবু বাঁচার কথা কয় ,
গল্প করার স্বভাব হল আজ ।


যুবক ছিলাম মৃত্যু ছিল দূরে
জীবন আমার ছিল ভবঘুরে ,
ছিল তখন প্রেমের নব সাজ ।


এখন আমার বয়স হল আশি
তাইতো ভয় আসছে রাশি রাশি ,
সকল কাজেই দিচ্ছি আজ ফাঁকি ।


এত বয়স তাই কী বাঁচার সাধ ?
করো ক্ষমা সকল অপরাধ ,
ভাবছি বসে বাঁচার অনেক বাকি ।


*************************