ইঞ্জিনিয়ার হয়েছিস বাবা মানি
অনেক টাকা গাড়ি বাড়ি করেছিস জানি ,
তবে তুই মৃত না জীবিত এখনো জানি না ।
তোকে বলেছি আমি বড় মানুষ হতে
অর্থ কীর্তি সচ্ছলতা নয়
মানুষের প্রাণে মিশে দু ফোঁটা অশ্রু শুধু দিতে ।
অনেক ব্যাঙ্ক ব্যালেন্স করে
বহু টাকা করেছিস খাস ,
যে ঊষর মানব জমিন বহুকাল পতিত রয়েছে
তার কী করেছিস চাষ ?
এরপরে মানুষের মাঝে দু ফোঁটা অশ্রু ফেলে দিয়ে
দু একটি মানুষেরও অশ্রু মুছে দিয়ে
দেখে নিবি কেমন উড়ন্ত চিলের ডানায় ভেঙ্গে পড়ে
অশ্রুর স্পর্শে উদ্ধত আকাশ ।
কিংবা পেয়ে যাবি স্তব্ধতায় বধির যেখানে
মানুষের কোটি দীর্ঘশ্বাস ।


আমি দেখে মরে যাবো বড় মানুষ হয়ে মানুষের প্রাণে
দু ফোঁটা অশ্রু দিয়ে দেখেছিস তুই
সমুদ্র যখন  বিষাদের ভারে শেষ হয় , পাহাড়ের চূড়া ভেঙ্গে পড়ে ,
বেদনার অভিঘাতে বিশাল মহীরুহের পাতা আজো নড়ে ।


***************************************