সেই কবে অর্থের গলা টিপে দেখেছি আমি দিয়েছিল
বাঁচার আস্বাদ
ভুলে গেছি সেইদিন যেদিন উদ্ধত আকাশ দেখেছিল
সত্যের আবাদ ।


সেদিন দারিদ্র্যের ভারেও মনের সোনায় ছিল না
কোন খাদ ,
মনে নেই কবে শালিকের ঐকতান থেমেছিল কুঁড়েঘরে
দেখেনি বিবাদ ।


ভুলে গেছি ,সেই কবে ত্রস্ত পায়ে সন্ধ্যা এসে মুছেছিল
নির্জন বিষাদ ,
আজ দেখি বারুদ খেয়ে কাকগুলির কলকাতার দালানে ঝিমুনি
দেখেনি নিষাদ ।


***************************************