পথ ছেড়ে দাও বৃদ্ধ ,কেন আজো
যুবক যুবতীর পথ রোধ করে দাঁড়িয়ে আছো তুমি ?
তোমার ঘোলাটে আঁখিতে ওরা বেমানান জানি ,
একটু ওরা প্রেম করছে করুক ,ক্ষতি কী ?
তুমি যেদিন দু চারজন রক্ষিতা রেখে প্রেমে মজেছিলে
তখন ওরা তো পথ রোধ করেনি কখনো ,
তুমি কী কামজয়ী হয়েছ এখনো ?


পথ ছেড়ে দাও বৃদ্ধ,ওরা ছুটবে ছুটবে ছুটবে ............
তেজি ঘোড়ার মতো ,
ওদের প্রেমের সময়
দেখেছ কী প্রকোষ্ঠে কম্পন নেই , নেই কোন ভয় ?
কেন তুমি পথ রোধ করে রয়েছ এতকাল ?
ভ্রান্তি বুঝে দেহে মনে ক্লান্তি এসে গেলে
নিজেরাই হাতে তুলে নেবে ওরা অসি ,
তুমি মিছে বসে বসে রুটি খাও বিড়াল তপস্বী ।


**************************************