যারা কাছে ছিল সুখের পায়রার মতো
তারা দুঃখের ঘ্রাণ পেয়ে দূরে সরে গেছে ,
যারা দূরে ছিল অনেক কাছে গোপনে এসেছে ।
সুখের দিনে মানুষেরা কাছে ছিল এতদিন
জীবনের চারপাশে সাঁটা ছিল আলোর নোটিশ ,
দুঃখ ও মৃত্যু এসে সে নোটিশ খুলে রেখে অন্ধকারে
জীবনের খুব কাছে এসেছে গোপনে ,
এসেছে অনিদ্রায় অনাহারে কিংবা শ্মশানে ।
এখন তারা প্রতিদিন কাছে আসে
অশ্রুসিক্ত ধর্ষিতার মতো নিয়ে কলঙ্কিতা নাম ,
আমাকে ছুঁয়ে যায় তাদের বিস্রস্ত কেশদাম ।


প্রতিদিন তারা আসে গভীরে গোপনে
হাত রাখে আমার দেহে  মনে এই বিছানায় ,


তাদের ছোঁয়া যায় ।


*********************************