ধরা মাঝে যদি নাহি ফোটে কোন ফুল
বায়ু আর কার গন্ধ বিলিয়ে যাবে ?
কাঁদবে ধরণী মেলে দিয়ে এলো-চুল
অবীরার মতো তরু সব হয়ে  রবে ।


বিধবার মতো চোখে নিয়ে শুধু জল
এখানে সেখানে তরুগুলি একা একা ,
কাঁদবে তো তারা ফলবে না আর ফল
উদাসীন মেঘ আঁকবে অশ্রু-রেখা ।


ঊষর ধূসর হয়ে যাবে জানি মায়া
ফুলহীন হলে ধরা মাঝে সব তরু,
সেদিন কী আর থাকবে শীতল ছায়া ?
জাগাবে না মায়া প্রেমের যুগ্ম ভুরু ।


সেদিন কী আর দেব দেবী পূজা পাবে ?
থেমে যাবে বুঝি কালের গতির চাকা ,
ফুলহীন হলে প্রাণী সব কোথা যাবে ?
থাকবে না কেউ ,থাকবে জলধি একা ।


**********************************